পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ শিগগিরই কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১০ লাখ ৮০০ ডোজ টিকা পাবে।
কোভ্যাক্স থেকে টিকা সংগ্রহের বিষয়টি শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ডোজ সরবরাহের উৎস উল্লেখ করেনি কোভ্যাক্স । তবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ডোজ খুব শিগগিরই আসবে বলে জানিয়েছেন ড. মোমেন।
আরও পড়ুন: টিকার যৌথ উৎপাদন নিয়ে শিগগরই আনুষ্ঠানিক ঘোষণা: পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. আব্দুল মোমেনকে এই বিষয়ে জানিয়েছেন।
এর আগে বাংলাদেশ জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা চেয়েছিল। কিন্তু দেশটি এখনও সেই বিশেষ অনুরোধের জবাব দেয়নি।
আরও পড়ুন: রাশিয়া থেকে ৫ মিলিয়ন টিকা কিনতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ৮০ মিলিয়ন ভ্যাকসিনের ডোজ সরবরাহের অংশ হিসাবে, ৩ জুন হোয়াইট হাউস সরাসরি বাংলাদেশের সাথে ভ্যাকসিন ভাগ করে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করে। এর মধ্যে এশিয়ার জন্য নির্ধারিত ৭ মিলিয়ন ডোজ অন্তর্ভুক্ত রয়েছে।
ইউএনবি/বিএফ/এসএএফ